‘কিয়েভকে শান্তি আলোচনায় বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র’

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 21:45:50

ইউক্রেনকে শান্তি আলোচনায় বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শনিবার (১৯ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিয়েভকে রাশিয়ার দাবি মেনে নিতে যুক্তরাষ্ট্র বাধা দিচ্ছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে আমাদের দাবি মেনে নিতে শান্তি আলোচনায় ইউক্রেনীয় প্রতিনিধিদলকে বাধা দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে, তিনি কোন প্রমাণ প্রদান করেননি যে যুক্তরাষ্ট্র কিয়েভের অবস্থানকে প্রভাবিত করছে।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনা অর্থপূর্ণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে বলেন, এখন দেখা করার সময়। কথা বলার সময়।

এ সম্পর্কিত আরও খবর