রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম যুদ্ধবন্দি বিনিময় হয়েছে। ইউক্রেন নয়জন রাশিয়ান সেনাকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইউক্রেনের মেলিটোপোলের মেয়রকে হস্তান্তর করেছে রাশিয়া।
মঙ্গলবার (২২ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুশ মানবাধিকার কমিশনার তাতায়ানা মোসকালকোভা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে প্রথম বন্দি বিনিময় হয়েছে। আমরা আমাদের ৯ জন সেনাকে ফেরত পেয়েছি। বিনিময়ে আমরা মেলিটোপোলের মেয়রকে হস্তান্তর করেছি।
এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছিল, মেলিটোপলের মেয়র ইভান ফেডোরভেকে ফেরত দেওয়ার বিনিময়ে ৯ জন রুশ সেনাকে হস্তান্তর করা হয়েছে।