যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে বন্দুকধারীর গুলিতে ছয় ব্যক্তি নিহত এবং অন্তত নয়জন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (০৩ এপ্রিল) ভোরে শহরের কেন্দ্রস্থলে এ ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশের বরাতে এ খবর দিয়েছে সিএনএন।
স্যাক্রামেন্টোর পুলিশ এক টুইটবার্তায় লিখেছে, কর্মকর্তারা গুলির শিকার ১৫ জনকে চিহ্নিত করেছেন, এর মধ্যে ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্যাক্রামেন্টোর টেনথ অ্যান্ড জে স্ট্রিট এলাকায় এই গুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র জ্যাক এটন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে খুঁজছে।
স্যাক্রামেন্টোর পুলিশ প্রধান ক্যাথি লেস্টার বলেছেন, পুলিশ এলাকাটি পাহারা দেওয়ার সময় গুলির শব্দ শুনতে পায়। তারপর ঘটনাস্থলে পৌঁছে তারা রাস্তায় লোকজনের ভিড় এবং ৬ জনের লাশ দেখতে পায়।
এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। স্থানীয় পুলিশ, এলাকাটি এড়িয়ে চলতে স্থানীয় বাসিন্দাদের পরামর্শ দিয়েছেন।