যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ব্রায়ান ডিজ বলেছেন, ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে অংশীদারিত্বের বিরুদ্ধে ভারতকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (০৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। খবর বিবিসির।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষাপটে চীন ও ভারতের সিদ্ধান্তে অবশ্যই আমরা হতাশ হয়েছি।
তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশ রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলেও ভারত রাশিয়ার বিরুদ্ধে আনা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে।
ব্লুমবার্গের মতে, আমেরিকা ভারতকে এশিয়ায় চীনের শক্তির পাল্টা হিসাবে দেখে। ভারত রাশিয়ার অস্ত্রের বৃহত্তম আমদানিকারকও।
মার্কিন উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং গত সপ্তাহে ভারতে আনুষ্ঠানিক সফর করেছে। তার এই সফরের পর দেশটিকে সতর্ক করল যুক্তরাষ্ট্র।