রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করলেন শি জিনপিং

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 02:29:58

রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দক্ষিণ চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার এক সভায় ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

শি সতর্ক করে বলেন, অর্থনৈতিক ‘ডি কাপলিং’ এবং চাপ প্রয়োগের কৌশল কাজে আসবে না।

তিনি রুশ নিষেধাজ্ঞার বিরোধিতা করে একে ঠান্ডা যুদ্ধের মানসিকতা, একতরফাবাদ এবং আধিপত্যবাদ বলে অভিহিত করেছেন।

বেইজিং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকার করেছে। চীন রাশিয়াকে কৌশলগত অংশীদার হিসেবে বর্ণনা করে তাদের সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্ক চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

শি বলেন, বৈশ্বিক সাপ্লাই চেইন স্থিতিশীল করতে উদ্যোগ জরুরি। আর চীনের অর্থনীতি অনেকদিন ধরেই প্রাণবন্ত।

করোনাভাইরাস প্রতিরোধে নেওয়া আগ্রাসী পদক্ষেপের কারণে চীনের অর্থনীতি সম্প্রতি নিম্নমুখী। তবে বক্তব্যে এ বিষয়ে কোনো কিছু বলেননি শি জিনপিং।

এ সম্পর্কিত আরও খবর