ইউরোপের দেশ ফিনল্যান্ড ও সুইডেনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত মস্কোর প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, সুইডেন ও ফিনল্যান্ডে ন্যাটোর সদস্যপদ এবং তাদের ভূখণ্ডে মিত্র ইউনিট মোতায়েন করলে রাশিয়ার সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
শুক্রবার (১৩ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
অনলাইন প্রকাশনা আনহার্ডকে দেওয়া সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে দিমিত্রি পলিয়ানস্কি বলেন, তারা জানে যে, তারা ন্যাটোর সদস্য হওয়া মাত্রই এটি রাশিয়ার প্রতি সুনির্দিষ্ট ইঙ্গিত দেবে। যদি ওই অঞ্চলগুলিতে ন্যাটোর সামরিক উপস্থিতি থাকে তাহলে মস্কোর সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করবে।
দিমিত্রি পলিয়ানস্কি বলেন, তারা ১০ বছর ধরে আমাদের সঙ্গে ভালো প্রতিবেশী হিসেবে বাস করছিল। যদি তারা হঠাৎ করে নিজেদের একটি খুব বন্ধুত্বহীন ব্লকের অংশ হিসেবে বেছে নেয়, তবে সেটি তাদের ওপর নির্ভর করে।