ক্যালিফোর্নিয়ায় চার্চে বন্দুকধারীর হামলায় বহু হতাহত

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 01:31:13

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি চার্চে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার (১৫ মে) ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে লেগুনা উডস শহরের জেনেভা প্রেসবিটেরিয়ান চার্চ লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় কর্মকর্তারা জানান, কয়েকজনকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক এবং একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার মাত্র একদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের বাফেলো শহরের একটি সুপার মার্কেটে বন্দুকধারীর হামলায় ১০ নিহত হয়েছেন।

অরেঞ্জ কাউন্টি শেরিফের বিভাগ টুইটারে জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসের প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণ-পূর্বে লেগুনা উডস শহরে অবস্থিত জেনেভা প্রেসবিটারিয়ান চার্চে দুপুর দেড়টার দিকে এঘটনা ঘটে।

শেরিফের মুখপাত্র ক্যারি ব্রাউন বলেছেন, প্রায় ৩০ জন লোক সহিংসতা প্রত্যক্ষ করেছেন। গির্জার অভ্যন্তরে বেশিরভাগই তাইওয়ানি বংশোদ্ভূত নাগরিকরা ছিলেন।

ক্যালিফোর্নিয়ার কর্তৃপক্ষ চার্চে হামলার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে কোনো বিবৃতি দেয়নি।

এ সম্পর্কিত আরও খবর