রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক সংকট মোকাবিলায় ইউক্রেনকে জরুরি খাদ্য সহায়তার জন্য আরও ২১৫ মিলিয়ন ডলার দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ভবিষ্যতে আরও সাহায্য করা হবে বলে জানান তিনি।
বুধবার (১৮ মে) জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক বৈঠকে তিনি এ কথা জানান।
অ্যান্টনি ব্লিঙ্কেন অন্যান্য দেশকে ক্রমবর্ধমান পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আশা করছি মার্কিন কংগ্রেস খুব শিগগিরই মানবিক সহায়তায় এবং খাদ্য নিরাপত্তার জন্য ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার অনুমোদন করবে।
ব্লিঙ্কেন আরও বলেন, যুক্তরাষ্ট্র সার উৎপাদন বাড়াতে ৫০০ মিলিয়ন ডলার দেবে।