যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মে) টেক্সাসের ইউভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এই গুলির ঘটনা ঘটে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছেন, সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সী এক কিশোর ওই হামলা চালিয়েছেন।
স্কুলটি আমেরিকার সপ্তম বৃহত্তম শহর সান আন্তোনিও থেকে প্রায় ৮০ মাইল পশ্চিমে অবস্থিত। এটি একটি প্রাথমিক বিদ্যালয়। এখানকার শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ১১ বছরের মধ্যে।
বন্দুকধারী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে গ্রেগ অ্যাবোট বলেন, ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একটি হ্যান্ডগান এবং সম্ভবত একটি রাইফেল নিয়ে স্কুলে প্রবেশ করেছিল। তবে কেন হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বন্দুক হামলাকে ‘গণহত্যা’ হিসাবে বর্ণনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট শোক প্রকাশ করে বলেন, একটি সন্তান হারানো মানে আপনার আত্মার একটি টুকরো ছিঁড়ে ফেলার মতো।