জর্জ বুশকে হত্যার ষড়যন্ত্র বানচাল করার দাবি এফবিআইয়ের

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 05:02:47

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের সময় ইরাকে সামরিক অভিযান পরিচালনা করার প্রতিশোধ হিসেবে সাবেক এই প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল বলে জানিয়েছে এফবিআই।

সন্দেহভাজন ওই ষড়যন্ত্রকারী ইরাকি নাগরিক এবং যুক্তরাষ্ট্রে তিনি রাজনৈতিক আশ্রয়প্রার্থী। মার্কিন বিচার বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ওই ষড়যন্ত্রকারী এখন এফবিআইয়ের হেফাজতে রয়েছে। মঙ্গলবার ওহিওর একটি ফেডারেল আদালতে তাকে তোলা হয়।

যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসের ফেডারেল আদালতে দাখিল করা এফবিআইয়ের হলফনামায় বলা হয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে হত্যার ষড়যন্ত্র করা অভিযুক্ত ওই ইরাকি নাগরিকের নাম শিহাব আহমেদ শিহাব। ৫২ বছর বয়সী এই ব্যক্তি নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্য ইরাকিদেরও যুক্তরাষ্ট্রে প্রবেশ করাতে চেয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর