মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেলাওয়্যার রাজ্যে তার সমুদ্র সৈকত ঘেঁষা বাড়ির কাছে সাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে প্রেসিডেন্ট বাইডেন সুস্থ আছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
শনিবার (১৮ জুন) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, ৭৯ বছর বয়সী প্রেসিডেন্ট সাইকেল থেকে পড়ে যাওয়ার পরপরই উঠে দাঁড়ান। এ সময় তিনি বলেন, ‘আমি ভালো আছি।’
বাইডেন ডেলাওয়্যারের রেহোবোথ বিচ ঘেঁষা তার বাড়ির কাছে পার্কে ফার্স্ট লেডি জিল বাইডেনের সঙ্গে সাইকেল চালাচ্ছিলেন। এসময় সেখানে উপস্থিত শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য সাইকেল থামান তিনি। কিন্তু সাইকেল থামিয়ে শরীরের ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হন এবং সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান তিনি।
এদিকে এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, তার কোন চিকিৎসার প্রয়োজন হয়নি। বাইডেন সম্পূর্ণ সুস্থ আছেন। তার শরীরে কোনো আঘাত লাগেনি ৷ তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে দিনটি উপভোগ করেছেন।
মার্কিন প্রেসিডেন্টের সাইকেল নিয়ে পড়ে যাওয়ার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে মজাও করছেন তার এই পড়ে যাওয়ার দৃশ্য নিয়ে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে মানুষের বেশ আগ্রহ রয়েছে। বিশেষ করে তিনি ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা তা নিয়ে জল্পনাও বেড়েছে।
২০২০ সালের নভেম্বরে মার্কিন নির্বাচনের পরপরই দায়িত্ব নেওয়ার আগে, বাইডেন তার পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে একটি পা ভেঙে ফেলেন। এর এক বছর পর ২০২১ সালের নভেম্বরে বাইডেন পুরোপুরি সুস্থ ও শক্তিশালী বলে ঘোষণা দেন তার চিকিৎসকরা।