যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ১২৬ জন যাত্রীসহ রেড এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ অবতরণের পর এতে আগুন লাগে। মঙ্গলবার (২১ জুন) রেড এয়ারের একটি ফ্লাইটে ল্যান্ডিং গিয়ার ভেঙে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয়েছিল।
বুধবার (২২ জুন) বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মায়ামির উড্ডয়ন বিভাগের মুখপাত্র গ্রেগ চিন জানান, ডোমিনিকান রিপাবলিকের সান্টো ডোমিঙ্গো শহর থেকে আসা রেড এয়ারের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার ভেঙে গেলে আগুনের সূত্রপাত ঘটে।
এমডি-৮২ জেটলাইনার উড়োজাহাজটিতে ১২৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ৩ ব্যক্তি ছোটখাটো চোট পেয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। বাকি যাত্রীদের বাসের মাধ্যমে উড়োজাহাজ থেকে বিমানবন্দরের টার্মিনালে নিয়ে যাওয়া হয়।