শিনজো আবের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 14:19:16

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে রোববার (১০ জুলাই) পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (০৮ জুলাই) দেশটির সকল সরকারি অফিস আদালতকে তিনি এই নির্দেশ দেন।

বাইডেন এক বিবৃতিতে বলেন, শিনজো আবে জাপানি জনগণের একজন গর্বিত সেবক এবং যুক্তরাষ্ট্রের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন। এমনকি যে মুহূর্তে তাকে হত্যা করা হয়েছিল, তিনি তখন গণতন্ত্রের কাজে নিয়োজিত ছিলেন। তিনি গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

শুক্রবার (৮ জুলাই) পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হলে লুটিয়ে পড়েন শিনজো আবে। জাপানের সংবাদমাধ্যম এনএইচকে বলছে, পেছন থেকে তাকে গুলি করা হয়েছে। এ ঘটনায় ৪১ বছর বয়সী একজন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকেই আটক করে কারাগারে পাঠানো হয়েছে।

এনএইচকের এক প্রতিবেদক বলেন, বন্দুকের গুলির মতো শব্দ পেয়েছেন। পরে শিনজো আবেকে রক্তাক্ত অবস্থায় দেখেন। উদ্ধার করে হেলিকপ্টারে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি জাপানের এই জনপ্রিয় সাবেক প্রধানমন্ত্রীকে।

শিনজো আবের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জাপানে। তার মৃত্যুর খবরে শোক বার্তা পাঠাচ্ছেন বিশ্বনেতারাও।

এ সম্পর্কিত আরও খবর