২৪ ঘণ্টায় ৩৪ রকেট হামলা চালিয়েছে রাশিয়া: জেলেনস্কি

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 22:09:50

ইউক্রেনে মুর্হুমুর্হ রকেট হামলা চালিয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় ইউক্রেনে অন্তত ৩৪টি রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (১১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি বলেন, চাসিভ ইয়ার শহরের একটি ভবনে রাশিয়ার রকেট হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, সেটিসহ ২৪ ঘণ্টায় তারা ৩৪টি রকেট হামলা চালিয়েছে। রাশিয়া এখনও ইউক্রেনে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে

চাসিভ ইয়ার শহরের হামলাটিকে 'সন্ত্রাসবাদ' হিসেবে আখ্যা দিয়েছে ইউক্রেন বলছে, স্টেট টেররিস্ট স্পনসরের তালিকায় রাশিয়ার নাম থাকা উচিত।

রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের বাসিন্দাদের সেখান থেকে দ্রুত সরে যাওয়ার অনুরোধ জানিয়েছে ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী। ইউক্রেন সেনারা রাশিয়ায় পাল্টা হামলার পরিকল্পনা করছে বলে কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো তাদের যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম দিচ্ছে, তাতে যুদ্ধক্ষেত্রে বিপুল পরিবর্তন দেখা যাচ্ছে। বাইডেন প্রশাসন ইউক্রেনকে আরও চারটি হিমরাস দেওয়ার কথা ঘোষণা করেছে। ফলে ইউক্রেনের হাতে ১২টি হিমরাস থাকবে। এছাড়াও অ্যামেরিকা তাদের প্রচুর গোলাবারুদ সরবরাহ করছে।

এ সম্পর্কিত আরও খবর