শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 14:15:06

জনবিদ্রোহের মুখে শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। একই সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ ঘোষণা করেন তিনি।

বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের মালদ্বীপে রওনা হয়েছেন এমন খবর পাওয়ার পর বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করেন। এবং বিক্রমাসিংহের পদত্যাগের আহ্বান জানিয়ে বিক্ষোভকারীরা বলেন, যদি তিনি (বিক্রমাসিংহ) পদত্যাগ না করেন তবে আমরা দখলকৃত ভবনগুলো ছেড়ে যাবো না । আমরা প্রতিবাদ চালিয়ে যাব।

প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে ইতিমধ্যেই বলেছেন, তিনি পদত্যাগ করতে ইচ্ছুক এবং সর্বদলীয় সরকার গঠনের পথ তৈরি করতে চান।

শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলো একটি সর্বদলীয় সরকার গঠনের প্রচেষ্টা জোরদার করেছে। এবং দেউলিয়া দেশটিকে নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া রোধ করতে ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর