ফাইজারের বিরুদ্ধে মডার্নার মামলা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 14:28:37

কোভিড -১৯ ভ্যাকসিনের প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেকের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মডার্না।

মার্কিন বায়োটেক কোম্পানির অভিযোগ, করোনা মহামারির বহু আগে তারা টিকা তৈরির এমআরএনএ প্রযুক্তি উদ্ভাবন করেছে। ফাইজার-বায়োএনটেক সেই প্রযুক্তি নকল করে টিকা তৈরি করেছে।

শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মডার্না জানায়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে এ মামলা করা হচ্ছে। মামলায় অনির্দিষ্ট পরিমাণ আর্থিক ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফান ব্যানসেল বলেন, কোভিড-১৯ মহামারির আগের এক দশক ধরে কোটি কোটি ডলার ব্যয়ে যেই এমআরএনএ প্রযুক্তি আমরা তৈরি করেছি, সেটিকে রক্ষা করতেই এই মামলা।

তবে ফাইজার বলেছে, আমরা বিস্মিত এবং অভিযোগের বিরুদ্ধে লড়াই করবো।

এ সম্পর্কিত আরও খবর