রানি এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া ১৯ সেপ্টেম্বর

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 19:19:33

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর (সোমবার)। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্ত্যেষ্টিক্রিয়ার আগে শেষ শ্রদ্ধা জানাতে রানির মরদেহ বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিন্সটার হলে নেওয়া হবে। সেখানে রানির কফিন একটি উঁচু প্ল্যাটফর্মে চারদিন বিশ্রামে রাখা হবে।

ওয়েস্টমিনস্টার অ্যাবের প্রাচীনতম অংশ ওয়েস্টমিনস্টার হল। হলের মাঝখানে উঁচু প্লাটফর্মের অবস্থান। সে সময়ে সার্বভৌম দেহরক্ষী, পদাতিক রক্ষী ও অশ্বারোহী সেনা ইউনিট ২৪ ঘণ্টা সেখানে পাহারা দেবে।

রানীর মরদেহ বর্তমানে উত্তর-পূর্ব স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলের বলরুমে রয়্যাল স্ট্যান্ডার্ড ফর স্কটল্যান্ড দ্বারা আচ্ছাদিত একটি ওক কফিনে রয়েছে, যার ওপরে ফুলের মালা রয়েছে।

রাজকীয় কর্মকর্তারা এটিকে শান্ত মর্যাদার একটি দৃশ্য বলে অভিহিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর