সিমেন্ট প্রস্তুতকারক কোম্পানি লাফার্জ সিরিয়ায় একটি প্ল্যান্ট চালু রাখার জন্য সন্ত্রাসী সংগঠন আইএসআইএসকে ঘুষ দেওয়ার অভিযোগে মার্কিন ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বহুজাতিক এই কোম্পানিটি দোষ স্বীকার করে ৭৭৭.৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত আইএসআইএসকে প্রায় ১৭ মিলিয়ন ডলার অর্থপ্রদান করে কোম্পানিটি। যখন সন্ত্রাসী গোষ্ঠীটি পশ্চিমাদের অপহরণ ও হত্যা করছিল।
নিউইয়র্কের ব্রুকলিনের জেলা আদালতে লাফার্জকে এমন অভিযোগে অভিযুক্ত করে তদন্ত চলছে। তবে, কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয়নি।
মামলার বিষয়ে কোম্পানির তরফ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লাফার্জকে ২০১৮ সালে ফরাসি কর্তৃপক্ষ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে অভিযোগে অভিযুক্ত করেছিল।
সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম ২০১৫ সালে লাফার্জ কিনে নেয় ।