যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে (প্রতিনিধি পরিষদ) রিপাবলিকান পার্টির জয়ের পর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাট এবং হাউসের স্পিকার হিসেবে কাজ করা প্রথম নারী ন্যান্সি পেলোসি।
শুক্রবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে আবেগঘন এক বক্তব্যে পেলোসি বলেছেন, জানুয়ারিতে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে তিনি পদ থেকে সরে দাঁড়াবেন।
৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি প্রায় দুই দশক ধরে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়েছেন। ডেমোক্র্যাটদের নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়ালেও কংগ্রেসের নিম্ন কক্ষে তার ক্যালিফোর্নিয়া জেলার প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। রিপাবলিকান কেভিন ম্যাকার্থি নতুন কংগ্রেসে স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন এবং তিনি পেলোসির স্থলাভিষিক্ত হবেন।
এক বিবৃতিতে মিসেস পেলোসি বলেন, আমি কখনই ভাবিনি যে আমি কোনও দিন গৃহকর্তা থেকে হাউস স্পিকার হয়ে যাব। তিনি বলেন, আমি পরবর্তী কংগ্রেসে গণতান্ত্রিক নেতৃত্বের জন্য পুনঃনির্বাচন চাইব না। এখন নতুন প্রজন্মের গণতান্ত্রিক ককাসে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে বলেন তিনি।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে জয় নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি। প্রয়োজনীয় ২১৮ আসন পেতে একেবারে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হলো দলটিকে। অথচ নির্বাচনের আগে ধারণা করা হয়েছিল, প্রতিনিধি পরিষদে জয় পাবে রিপাবলিকানরা। শেষ পর্যন্ত হাউসের দখল নিতে পারলেও ডেমোক্রেটদের সঙ্গে ব্যবধান খুবই সামান্য।
ধারণা করা হচ্ছে, শেষ পর্যন্ত রিপাবলিকানরা ২১৮ থেকে ২২৩টি আসনে জয়ী হতে পারেন।
১৯৮৭ সালে কংগ্রেসে নির্বাচিত হন ৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি। ২০০৭ সালে প্রথম স্পিকার হন তিনি। দলীয় পদে শক্ত অবস্থানের জন্য তিনি পরিচিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই অভিশংসনের সভাপতিত্ব করেছিলেন পেলোসি। বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকাকালেও কাজ করছেন তিনি।