রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের মাধ্যমে কারাগার থেকে মুক্তি পেয়েছেন মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার। বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে মুক্ত করে দেওয়া হয়েছে ১২ বছর ধরে দেশটির কারাগারে বন্দী অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউটকে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, এ বন্দিবিনিময় আবুধাবি বিমানবন্দরে হয়েছে।
এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি (গ্রিনার) নিরাপদ। তিনি প্লেনে আছেন এবং বাড়ি ফিরছেন।
ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গ্রিনারের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। ফোন কলে গ্রিনারের স্ত্রী চেরেলও যুক্ত ছিলেন।
দুইবার অলিম্পিক গোল্ড মেডেলের জয়ী ব্রিটনিকে বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় বলে মনে করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে মস্কোর কাছের একটি বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। ওই সময়ে তার লাগেজে গাঁজার তেল থাকা একটি ভেপ কার্টিজ পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে মৌসুম না থাকায় রাশিয়ায় ক্লাব বাস্কেটবল খেলতে যান তিনি।