ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে: বাইডেন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 01:32:29

ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন বাইডেন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উদ্দেশ করে বলেন, আমরা আপনার সঙ্গে আছি, এটা (যুদ্ধ জয় করতে) যতক্ষণ লাগে।

এছাড়াও ওয়াশিংটন নিশ্চিত করেছে ১ দশমিক ৮৫ বিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে ইউক্রেনে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম হস্তান্তর করবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমেরিকার সবাই; ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান সবাই জানে রাশিয়াকে থামানোটা কেন জরুরি।

এসময় মার্কিন সরকার এবং জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নজেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

বাইডেন বলেন, তিনি অনুভব করেছেন যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই নিষ্ঠুর যুদ্ধ বন্ধ করার কোন ইচ্ছা নেই। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এবং জেলেনস্কি উভয়েই চান মুক্ত, স্বাধীন, সমৃদ্ধ ও সুরক্ষিত ইউক্রেন।

সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমরা দুজনই চাই যুদ্ধ শেষ হোক। আমি যেমনটা বলেছি, এই যুদ্ধ আজই থেমে যেতে পারতো যদি পুতিনের সেই সম্ভ্রম থাকতো এবং ঠিক কাজটি করতে পারতেন এবং তিনি যদি (সেনাদের) বলতে পারতেন, তোমরা ফিরে আসো। কিন্তু এখন এমনটা ঘটবে না বলেও উল্লেখ করেন তিনি।

তাহলে কী হবে, এমন প্রশ্ন তুলে মার্কিন প্রেসিডেন্ট নিজেই তার জবাব দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনকে যুদ্ধে জেতানোর জন্য সাহায্য করে যাবে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে পৌঁছলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন তাকে স্বাগত জানান। একই দিন স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলেনস্কির মার্কিন কংগ্রেসে ভাষণ দেয়ার কথা।

এ সম্পর্কিত আরও খবর