অনুমতি ছাড়াই ব্রেক্সিট বাতিল করতে পারবে যুক্তরাজ্য

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪ | 2023-08-25 17:53:49

ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস সোমবার একটি রুল জারি করে জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার বিষয় বা ব্রেক্সিট চুক্তি বাতিলের ক্ষেত্রে যুক্তরাজ্যের অন্য ২৭ টি রাষ্ট্রের অনুমতির প্রয়োজন হবে না।

যুক্তরাজ্য চাইলে সদস্যপদের কোনো শর্ত পরিবর্তন না করেই ব্রেক্সিট চুক্তি বাতিল করতে পারবে।

ইইউয়ের বাকি দেশগুলোর অনুমতি না নেওয়া সাপেক্ষে যুক্তরাজ্য ব্রেক্সিট সিদ্ধান্তটি বাতিল করতে পারবে কিনা জানতে চেয়ে এই মর্মে ব্রেক্সটবিরোধীরা ইসিজের রুলিং চেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস যুক্তরাজ্যের পক্ষে এই রুল জারি করে।

মঙ্গলবার টেরেসা মে’র ব্রেক্সিট চুক্তির ভোটের আগে এমন সিদ্ধান্ত জানিয়েছে ইইউ আদালত। আশঙ্কা করা হচ্ছে, ব্রিটিশ হাউস অব কমন্সে টেরেসার প্রস্তাবের বিপক্ষে অধিকাংশ সদস্যরাই ভোট দিবেন।

এ সম্পর্কিত আরও খবর