ইলন মাস্কের স্বপ্নের মহাকাশযান স্টারশিপে বিস্ফোরণ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 01:57:58

ইলন মাস্কের মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের তৈরি বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট ‘স্টারশিপ’ উৎক্ষেপণের দুই মিনিটের মাথায় বিস্ফোরিত হয়েছে। খবর রয়টার্সের।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের পূর্ব উপকূলে এ রকেটটি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করার তিন মিনিটের মাথায় ধ্বংস হয়ে যায়।

স্টারশিপ ধ্বংসের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইলন মাস্ক বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে তার প্রতিষ্ঠান আরও একটি রকেট উৎক্ষেপণের পরীক্ষা চালাবে। এক টুইট করে তিনি স্পেসএক্সের টিমকে রোমাঞ্চকর স্টারশিপ রকেট উৎক্ষেপণের জন্য শুভকামনা জানান। তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে নতুন পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে অনেক কিছু শিখলাম।

এদিকে, এ উৎক্ষেপণকে সফল মনে করছেন স্পেসএক্সের প্রকৌশলীরা। আশাহত হননি। পরবর্তী উৎক্ষেপণের জন্য এখান থেকে তথ্য সংগ্রহ করবে তারা। সেই লক্ষ্যে প্রস্তুতি নেবেন।

এর আগে, মনুষ্যবিহীন এই রকেটটি গত সোমবার উৎক্ষেপণ করার কথা ছিল। কিন্তু উৎক্ষেপণের কয়েক মিনিট আগে জানানো হয়, রকেটটি তরল গ্যাসের জ্বালানির সঠিক চাপ রক্ষা করে এমন একটি ভালভ 'জমে গিয়েছিল' এবং ঠিকমত কাজ করছিল না। তাই উৎক্ষেপণ স্থগিত করা হলো।

প্রায় ১২০ মিটার বা ৪০০ ফিট উঁচু এই বিশালকায় রকেটটি তৈরি করেছে মার্কিন উদ্যোক্তা ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আগামী চন্দ্রাভিযানে চাঁদের বুকে নামার কথা রয়েছে স্টারশিপের। এটি নির্মাণের দায়িত্ব পেয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।

এ সম্পর্কিত আরও খবর