প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। তবে তিনি সুস্থ রয়েছেন। দেশটি বলেছে, এই হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অভিযোগ অস্বীকার করেছে।
বুধবার (৩ মে) ক্রেমলিন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ক্রেমলিন বলেছে, হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে রুশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন দুটিকে অকার্যকর করে দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্রেমলিনের ওপর আছড়ে পড়ছে দু’টি ড্রোন। আগুনের ঝলকানি মিলিয়ে যাওয়ার পর কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারপাশ। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিবিসি।
রাশিয়া বলেছে, পুতিনকে হত্যা করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে ইউক্রেন। এমনকি সঠিক সময়ে এর জবাব দেওয়া হবে বলেও ইউক্রেনকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ক্রেমলিনের তরফে।
এই ঘটনার পর রুশ-ইউক্রেন যুদ্ধের তীব্রতার মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ।