মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি নারী কারাগারে সহিংসতা ও আগুনে অন্তত ৪১ জন নিহত হয়েছে। প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষের পর কারাগারটিতে আগুন ধরিয়ে দেয়া হয়। বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।
রাজধানী তেগুসিগালপা থেকে ২৫ কিলোমিটার উত্তরের ওই কারাগারে গত মঙ্গলবার এ সহিংসতা হয়।
পুলিশের মুখপাত্র এডগার্ডো বারাহোনা প্রাথমিকভাবে ৪১ জনের প্রাণহানির কথা জানিয়েছেন। এরা সবাই বন্দী কি-না তা স্পষ্ট করে জানা যায়নি।
ঘটনার পর কারাগারের ফটকে সশস্ত্র সেনা ও পুলিশ দেখা গেছে। এছাড়া অগ্নিনির্বাপক সদস্যরাও সেখানে রয়েছেন।
কারাগারে আটক বন্দী পরিবারের প্রতিনিধিত্বকারী ডেলমা ওরডোনেজ বলেছেন, সহিংসতায় কারাগারের একাংশ ধ্বংস হয়ে গেছে।
হন্ডুরান প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো এ ঘটনায় শোক এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তিনি জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেন, নিরাপত্তার দায়িত্বে থাকা সবাইকে জবাবদিহির আওতায় আনতে কঠোর পদক্ষেপ নেয়া হবে।