ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 01:16:19

উত্তর কোরিয়া কোরীয় আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তারা। খবর আল জাজিরার।

বুধবার (১২ জুলাই) সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, উত্তর কোরিয়া একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জাপানের উপকূলরক্ষী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উৎক্ষেপণটি সনাক্ত করেছে।

দুই দিন আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করে উত্তর কোরিয়া বলেছিল, পুনরায় এ ধরনের তৎপরতা চালানো হলে বিমান ভূপাতিত করা হবে। খবর রয়টার্সের।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আকাশসীমা লঙ্ঘন করে বেশ কয়েকবার উত্তর কোরিয়ার দশ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে মার্কিন নজরদারি ড্রোন।

কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্রবাহী মার্কিন সাবমেরিন পাঠানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন করে এমন অভিযোগ করলো পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রের এমন তৎপরতায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর কোরিয়া। ভবিষ্যতে এ ধরনের তৎপরতা আবারও চালানো হলে সঙ্গে সঙ্গে তা ভূপাতিত করার হুমকি দিয়েছে দেশটি।

এ সম্পর্কিত আরও খবর