ভারতের মণিপুরে দুই নারীকে নগ্ন করে সড়ক দিয়ে হাঁটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার পাশাপাশি জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন মহল।
আদিবাসী এক সংগঠনের অভিযোগ, একটি মাঠে ধর্ষণের শিকার হয়েছেন ওই দুই নারী। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম (আইটিএলএফ) নামের সংগঠনের বিবৃতিতে বলা হয়, মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে ক্যাংপোকপি জেলায় গত ৪ মে ঘটনাটি ঘটে, তবে পুলিশ বলেছে, ঘটনাটি অন্য জেলার। যদিও এ সংক্রান্ত এজাহার করা হয়েছে ক্যাংপোকপি জেলায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং অগ্রাধিকার ভিত্তিতে ঘটনাটির তদন্ত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী এনডিটিভিকে বলেন, ঘটনার বিষয়ে তিনি ও রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। অপরাধীদের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে স্মৃতিকে আশ্বস্ত করা হয়েছে।
মণিপুরে জাতিগত সহিংসতায় ১২০ জনেরও বেশি মারা গেছে এবং হাজার হাজার অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। যারা এখন ত্রাণ শিবিরে বসবাস করছে।