থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি আতশবাজি গুদামে বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১৫ জনের বেশি।
শনিবার (২৯ জুলাই) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে মালয়েশিয়ার সীমান্তবর্তী সুঙ্গাই কোলেকে এ দুর্ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় গভর্নর বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ওই বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। গভর্নর সানোন পনগাকসর্ন বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ইস্পাত ঢালাইয়ের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ফুটেজে দেখা যাচ্ছে, ওই বাজার থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়ছে। বিস্ফোরণের কারণে অনেক দোকান, বাড়ি ও গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাড়ির ছাদ উড়ে গেছে।
ওই বাজার থেকে ১০০ মিটার দূরে বাড়ি সেকসান তায়সেনের। তিনি জানান, বিস্ফোরণের সময় তিনি বাড়িতে ছিলেন। আমি সেই সময় প্রকাণ্ড এক শব্দ শুনি এবং আমার বাড়ি কেঁপে উঠে, বলেন সেকসান।
একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে মার্কেটের আশপাশে। অনেক দোকান, গাড়ি এবং ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্প্রতি থাইল্যান্ডে নির্মাণ কাজের সময় দুর্ঘটনা বাড়ছে। গত মাসে রাজধানী ব্যাংককে একটি সেতুতে কাজ চলার সময় ধসে দুই জনের মৃত্যু হয়।