চীনের পারমাণবিক বাহিনীর দুই জেনারেলকে সরালেন শি জিনপিং

এশিয়া, আন্তর্জাতিক

ziaulziaa | 2023-09-01 23:27:17

চীনের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে থাকা দুই নেতৃস্থানীয় সদস্যকে সরিয়ে নিয়েছে বেইজিং।

কয়েক দশকের মধ্যে এবারই প্রথম অপরিকল্পিতভাবে চীনের সামরিক নেতৃত্বে এত বড় পরিবর্তনের ঘটনায় দেশটিজুড়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

সরিয়ে নেওয়া দুই কর্মকর্তা হলেন- জেনারেল লি উচাও এবং তারই ডেপুটি জেনারেল লিউ গুয়াংবিন।

লি উচাও চীনের সামরিক বাহিনীর ‘পিপলস লিবারেশন আর্মিস রকেট ফোর্স’ নামের একটি বিভাগের প্রধান ছিলেন।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, লি উচাও এবং লিউ গুয়াংবিন কয়েক মাস ধরেই নিখোঁজ রয়েছেন।

শেষমেষ তাদের পদে স্থলাভিষিক্ত করা হলো দেশটির সাবেক উপ-নৌবাহিনী প্রধান ওয়্যাং হোউবিন এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শু জিশেংকে।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের বৈদেশিক নীতি এবং রাষ্ট্রীয় সুরক্ষাবিষয়ক গবেষক লাইলে মরিস বলেন, ‌‌‌‌‘সর্বশেষ পরিবর্তনটি উল্লেখযোগ্য। এটি এমন একটি সময়ে হচ্ছে, যখন কয়েক দশকের পরে নিজেদের পারমাণবিক কৌশলে অন্যতম বড় পরিবর্তন আনতে যাচ্ছে চীন।’

মরিস আরও বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং পিএলএ-এর ওপর নজিরবিহীন পন্থায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তার মানে এই নয় যে, তা সম্পন্ন হয়েছে। শি এখনও বিভিন্ন পদে দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন এবং তিনি ইঙ্গিত দিয়েছেন যে, দলের প্রতি পুরোপুরি আনুগত্য এখনও অর্জিত হয়নি।’

বিবিসির তথ্যমতে, শি হলেন চীনের শীর্ষ সামরিক কমান্ড সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান।

গত জুলাই মাসে এক বৈঠকে শি বলেন, ‌‌‘দলীয় সংগঠনের সর্বস্তরের বড় বড় ইস্যুতে মনোযোগ দেওয়া প্রয়োজন, যেমন- সামরিক বাহিনীর ওপর দলের একচ্ছত্র নেতৃত্ব বজায় রাখার মতো বিষয়গুলো।’

তবে জেনারেল লি এবং তার ডেপুটি কোথায় আছেন, সে বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি বেইজিং।

এদিকে, পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) প্রতিষ্ঠার ৯৬তম বার্ষিকীর এক দিন আগে নতুন পদে নিয়োগ পান ওয়্যাং এবং শু।

তাদের নাম বেইজিংয়ে কমিশনের সদর দপ্তরে এক অনুষ্ঠানে ঘোষণা করা হয়। দুজনকেই লেফট্যানেন্ট জেনারেল পদ থেকে পদোন্নতি দিয়ে পরিপূর্ণ জেনারেল করা হয়েছে।

মরিস বলেন, ‘লি-এর পতন, চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে সরিয়ে দেওয়া-এসব ঘটনা সাম্প্রতিক সময়ে শি-এর নেতৃত্ব প্রশ্নে বড় মাপের চ্যালেঞ্জ তৈরি করেছে।’

প্রসঙ্গত, এক মাস লোকচক্ষুর আড়ালে ছিলেন চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। পরে গত সপ্তাহে তার স্থলাভিষিক্ত হন ওয়্যাং ই।

এ সম্পর্কিত আরও খবর