ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে নিহত ৪৫

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 09:12:27

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে পুলিশের মাদকবিরোধী অভিযানে সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের তিনটি প্রদেশে মাদকবিরোধী অভিযান চালাতে গেলে মাদক চোরাকারবারিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার গুয়ারুয়া উপকূলীয় শহরে স্পেশাল ফোর্স পুলিশ কর্মকর্তা নিহতের পর এই অভিযান শুরু হয়।

রিও ডি জ্যানেইরো পুলিশ জানিয়েছে, কমপ্লেক্সো ডা পেনহা এলাকায় গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

এর আগে, সাও পাওলো রাজ্যে পাঁচ দিনব্যাপী অপারেশন শিল্ড-এ পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন সন্দেহভাজন নিহত হয়েছে। সাও পাওলোতে অভিযানের সময় ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে শুক্রবার হতে বুধবার পর্যন্ত অভিযানে ১৯ সন্দেহভাজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, অভিযানে পুলিশ ৩৮৫ কেজি মাদক ও অস্ত্র জব্দ করেছে।

ব্রাজিলের আইনমন্ত্রী ফ্ল্যাভিও ডিনো পুলিশের অভিযানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গুয়ারুয়াতে অপরাধের সঙ্গে পুলিশের প্রতিক্রিয়া সামঞ্জস্যপূর্ণ নয়।

মঙ্গলবার এক সাক্ষাৎকারে সাও পাওলো রাজ্যের গভর্নর তারসিসিও ডি ফ্রেইতাস বলেছেন, সংঘর্ষের সময় নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

গুয়ারুজা পুলিশের অভিযান ‘একজন পুলিশ অফিসারের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার স্পষ্ট লক্ষণ’ বলে মন্তব্য করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

এ সম্পর্কিত আরও খবর