ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা, দাবি হিজবুল্লাহর

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ গোষ্ঠী।

রোববার (২৪ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

গোষ্ঠীটির এক বিবৃতির বরাত দিয়ে আল জাজিরা জানায়, হিজবুল্লাহ তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর গ্লিলট গোয়েন্দা ঘাঁটিতে (৮২০০ মিলিটারি ইন্টেলিজেন্স ইউনিটের সদর দপ্তর) ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ নিয়ে দুইবার এই শহরে হামলা চালালো গোষ্ঠীটি।

এর আগে এক রকেট হামলায় তেল আবিবের পূর্বে পেতাহ টিকভাতে তিনজন আহত হয়েছে।

বিজ্ঞাপন

হিজবুল্লাহ ইসরায়েলি সেনাবাহিনীর আশদোদ নৌ ঘাঁটিতে ড্রোন নিক্ষেপ করেছে বলেও দাবি করেছে।