রাশিয়ার ‘গাইডেড বোমা’ উত্তর-পূর্ব ইউক্রেনের একটি ব্লাড ব্যাংকে আঘাত হেনেছে। ওই হামলায় অনেক মানুষ নিহত ও আহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তবে খারকিভ অঞ্চলে গতকাল শনিবারের ওই বোমা হামলায় কতজন নিহত বা আহত হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
তিনি বলেন, ‘এই যুদ্ধাপরাধ রুশ আগ্রাসনের স্বরূপ প্রকাশ করেছে।’
কিন্তু, ওই বোমা হামলা সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেনি রাশিয়া।
মস্কো বেসামরিক লোকদের টার্গেট করার সব অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।
গতকাল শনিবার রাতে খারকিভ অঞ্চলের কিপিয়ানস্ক এলাকায় ওই বোমা হামলা চালায় মস্কো।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর পূর্ণ মাত্রায় আগ্রাসনের প্রথম কয়েক দিনে কুপিয়ানস্ক শহর এবং আশেপাশের জনবসতি দখল করেছিল রাশিয়ার সেনারা।
গত সেপ্টেম্বরে পাল্টা আক্রমণ চালিয়ে এলাকাটি মুক্ত করে ইউক্রেনের সেনারা।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জেলেনস্কি অপরাধীদের ‘পশু’ বলে বর্ণনা করেছেন।
জেলেনস্কি বলেন, ‘সন্ত্রাসীদের পরাজিত করা প্রত্যেকের জন্য সম্মানের বিষয়।’
জেলেনস্কি আরও বলেন, গতকাল শনিবার রাশিয়া পৃথকভাবে পশ্চিম খমেলনিটস্কি অঞ্চলে গ্রুপ মোটর সিচ দ্বারা পরিচালিত একটি বিমান সংস্থাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, আজ রবিবার মস্কোর কাছাকাছি আসা মাত্রই ইউক্রেনের একটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।
এর আগে ইউক্রেনের ড্রোন গত সপ্তাহে মস্কোর একটি আকাশচুম্বী ভবনের অফিস ব্লকে পরপর দুই দিন আঘাত করেছিল।
ইউক্রেন প্রকাশ্যে এ ধরনের হামলা চালানোর কথা স্বীকার করেনি।