যুক্তরাষ্ট্রকে তাইওয়ানের পক্ষ থাকতে হবে

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 22:45:59

তাইওয়ান সফরে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসো মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যদেরকে তাইওয়ানের প্রতিরক্ষায় কাজ চালিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) তাইপেইয়ে এক বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, জাপান তাইওয়ান প্রণালীতে শান্তি চায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে যাতে যুদ্ধ শুরু না হয় তা নিশ্চিত করা। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন সময় এসেছে সমমনা দেশগুলোর অত্যন্ত শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার।

প্রসঙ্গত, চীন তাইওয়ানকে নিজেদের একটা প্রদেশ হিসাবে দাবি করে। তারা দ্বীপটিকে বেইজিংএর নিয়ন্ত্রণে নিতে চায়। তবে তাইওয়ান মনে করে তারা একটি স্বাধীন রাষ্ট্র। তাদের নিজস্ব সংবিধান এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রশাসন রয়েছে।

তিন দিনের সফরে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট তারো আসো আজ (মঙ্গলবার) তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ​​ইং-ওয়েনের সঙ্গে দেখা করবেন।

এ সম্পর্কিত আরও খবর