বিজেপি মণিপুরকে ভাগ করেছে : রাহুল গান্ধী

ভারত, আন্তর্জাতিক

ziaulziaa | 2023-10-06 12:15:21

ভারতের লোকসভায় বুধবার (৯ আগস্ট) নরেন্দ্র মোদি সরকারকে মণিপুর ইস্যুতে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

তিনি বলেছেন, বিজেপি মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছে এবং এখন হরিয়ানায় আগুন দেওয়ার চেষ্টা করছে।

বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিতর্ক চলাকালীন নিম্নকক্ষে ভাষণ দিতে গিয়ে রাহুল বলেন, ‘ভারত একটি কণ্ঠস্বর, হৃদয়ের কণ্ঠস্বর। আপরারা মণিপুরে সেই কণ্ঠকে হত্যা করেছেন। আপনি মণিপুরে ভারত মাতাকে খুন করেছেন। আপনারা দেশদ্রোহী। আমার মা এখানে বসে আছেন। আমার আরেক মা ভারত মাতা। আপনি তাকে মণিপুরে হত্যা করেছেন। এ কারণে প্রধানমন্ত্রী মণিপুর সফর করেন না। আপনারা ভারত মাতার রক্ষক নন, আপনারা তার খুনি।’

এনডিটিভি জানিয়েছে, ট্রেজারি বেঞ্চ থেকে উচ্চ প্রতিবাদের মধ্যে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী মণিপুর যাননি কারণ তিনি এটিকে ভারতের একটি অংশ বলে মনে করেন না। বিজেপি মণিপুরকে ভাগ করেছে। কেন্দ্র চাইলেই সেনাবাহিনীকে ডেকে মণিপুরে সহিংসতা বন্ধ করতে পারে, তবে তারা এখনও সেই কাজ করেনি।’

রাহুল আরও বলেন, ‘বিজেপি সর্বত্র কেরোসিন ছিটিয়েছে, মণিপুরে আগুন লাগিয়েছে। এখন হরিয়ানায় একই কান্ড ঘটনোর চেষ্টা করছেন।’

তিনি গুরুগ্রাম এবং নুহতে সাম্প্রতিক সাম্প্রদায়িক সংঘর্ষের কথা উল্লেখ করেন, যেখানে সহিংসতায় ছয় জন নিহত হয়েছিল।

রাহুলের মন্তব্য লোকসভায় বিশাল উত্তেজনার সৃষ্টি করে এবং সিনিয়র মন্ত্রীরা তার বিরুদ্ধে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

কংগ্রেস নেতা রাহুল বর্ণনা করেছেন যে, কীভাবে তিনি ভারত জোড়ো যাত্রায় যাদের সঙ্গে সাক্ষাত করেছিলেন, তাদের কাছ থেকে তিনি শক্তি ও সাহস অর্জন করেছেন এবং তাদের ব্যথা ও কষ্টও অনুভব করেছিলেন।

রাহুল মণিপুরে জাতিগত সহিংসতার কারণে বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার জন্য স্থাপিত ত্রাণ শিবিরে দুই নারীর সঙ্গে তার কথোপকথনও বর্ণনা করেন।

এ সম্পর্কিত আরও খবর