বেলারুশ সীমান্তে দায়িত্ব পালনরত সীমান্তরক্ষীদের অনুরোধের দ্বিগুন সেনা পাঠাবে পোল্যান্ড। বুধবার (৯ আগস্ট) পোল্যান্ডের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিএপিকে এ তথ্য জানিয়েছেন দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী ম্যাকিয়েজ ওয়াসিক।
রয়টার্স জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় শরণার্থীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় সোমবার (৭ আগস্ট) অতিরিক্ত এক হাজার সেনার আবেদন করে পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী।
ওয়াসিক বলেন, শরণার্থীদের অবৈধ প্রবেশ ঠেকাতে এবং সীমান্তবর্তী এলাকা স্থিতিশীল রাখতে সেনা সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।
পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পোল্যান্ড-বেলারুশ সীমান্তের জটিল পরিস্থিতির কারণে জাতীয় প্রতিরক্ষামন্ত্রী বর্ডার গার্ডের অনুরোধ বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। ওই অতিরিক্ত সেনাদের টহল কাজে মোতায়েন করা হবে।
গত মাসে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর আমন্ত্রণে ওয়াগনার ভাড়াটে সেনারা সেদেশে আসার পর পোল্যান্ড সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহে সীমান্তের কাছে সামরিক মহড়াও শুরু করেছে বেলারুশ।
সাম্প্রতিক সময়ে পোল্যান্ডে প্রধানত মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান শরনার্থীদের সীমান্ত অতিক্রম করার চেষ্টা বৃদ্ধি পেয়েছে। গত দুই বছর ধরে বেলারুশের বিরুদ্ধে দরিদ্র দেশগুলোতে শরনার্থীদের নিয়োগ এবং অস্থিতিশীলতা বাড়াতে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগ উঠেছে।
পিএপিকে ওয়াসিক বলেন, এক হাজার নয়, আমরা দুই হাজার সেনা পাঠাচ্ছি। প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্লাসজ্যাক এবং নিরাপত্তা কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
শরনার্থীদের অবৈধ প্রবেশ প্রসঙ্গে তিনি বলেন, বেলারুশ থেকে তাদের সীমান্ত পারাপারে সহযোগিতা করা হচ্ছে।
এ ব্যাপারে জানতে চেয়ে রাজধানী ওয়ারশে অবস্থিত বেলারুশের দূতাবাসে ই-মেইলে পাঠানো হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।