মণিপুর জ্বলছে, মোদি সংসদে হাসছেন : রাহুল গান্ধী

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-01 20:24:16

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘গত কয়েক মাস ধরে সহিংসতায় জ্বলছে ভারতের মণিপুর। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদ দাঁড়িয়ে হাসি ঠাট্টা রসিকতা করলেন। এটা ঠিক নয়। এটা আপনাকে মানায় না।’

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে রাহুলের দাবি, মণিপুর যখন জ্বলছে তখন সংসদে হাসাহাসি করছেন প্রধানমন্ত্রী, এটা ঠিক নয়।

দ্য প্রিন্টের খবর অনুসারে জানা গেছে এআইসিসি সদর দফতরে রাহুল গান্ধী এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, প্রধানমন্ত্রী চাইছেন যে, মণিপুর জ্বলে যাক। তিনি মণিপুর জ্বলতে সহায়তা করেছেন। মোদি সরকার যদি সহিংসতা থামাতে চাইত তবে তারা পারতো।

রাহুল বলেন, ‘ওখানে নারী-শিশুরা মারা যাচ্ছে। নারীদের শ্লীলতাহানি করা হচ্ছে। তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। আর ভারতের প্রধানমন্ত্রী সংসদের মাঝখানে বসে রয়েছেন। আর হাসছেন। এটা রাহুল গান্ধীর ব্যাপার নয়, কংগ্রেসের ব্যাপার নয়, এটা বিরোধীদের ব্যাপার নয়, এটা দেশের ব্যাপার। এটা ভারতের ব্যাপার।’

তবে দিন দুয়েক আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে উড়ন্ত চুমু ছুঁড়ে দেওয়ার অভিযোগ করেছিল বিজেপি। সেটাও সংসদের মধ্য়েই। রাজনৈতিক পর্যবেক্ষকদের তখনও কিন্তু মণিপুরে অশান্তি চলছিল। তার মাঝে এই ঘটনা কতটা শোভনীয়?

এদিকে বৃহস্পতিবারই (১০ আগস্ট) সংসদে টানা দুই ঘণ্টা বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাহুল বলেন, ‘আমি দেখলাম প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন। প্রায় দুই ঘণ্টা ধরে বললেন। তার মধ্যেই হাসাহাসি, রসিকতা করা, স্লোগান-সবই হল। প্রধানমন্ত্রী একটা করে লাইন বলছেন আর বিজেপি স্লোগান দিচ্ছে। তবে প্রধানমন্ত্রী মনে হয় ভুলে গিয়েছেন মণিপুর জ্বলছে। গত চার মাস ধরে জ্বলছে মণিপুর।’

রাহুল বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী আমাদের বলেছিলেন এরকম ঘটনা আমরা আগে কোনওদিন দেখিনি। সেকারণেই বলেছি ভারতের যে ভাবনা সেটাকে মণিপুরে হত্যা করা হয়েছে। আমি রূপক দিয়ে কিছু বলিনি। আমি আক্ষরিক অর্থে বলেছি।’

এ সম্পর্কিত আরও খবর