ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চল ভলিনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ওই হামলায় তিনজন নিহত এবং ১২ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
এনডিটিভি জানিয়েছে, ওই ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা।
লভিভ ও ভলিনে মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। যুদ্ধ শুরুর পর লভিভে এটিই রাশিয়ার সবচেয়ে বড় বিমান হামলা বলে জানিয়েছে ইউক্রেনের স্থানীয় গণমাধ্যম।
ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চল হলো এই ভলিন ও লভিভ।
ভলিনের উত্তর-পশ্চিমাঞ্চলে নিহতের খবর পাওয়া গেছে। পাশাপাশি বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা জানান, হামলায় আঞ্চলিক রাজধানী লুটস্কের একটি শিল্প প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
লভিভের আঞ্চলিক গভর্নর ম্যাকসিম কোজিটস্কি বলেছেন, লভিভে ১৫ জন আহত হয়েছেন। সেখানে ছয়টি ক্ষেপণাস্ত্র অঘাত হেনেছে। এতে আঞ্চলিক রাজধানী ও এর আশপাশের কয়েক ডজন ভবন ও একটি কিন্ডারগার্টেন খেলার মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে।