ইতালির তুরিনে দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার (৩০ আগস্ট) রাতে তুরিনের মেট্রোপলিটন এলাকার ব্র্যান্ডিজো পৌরসভায় এই দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, ইতালির তুরিন ও মিলান শহরকে সংযুক্ত করা রেল লাইনের কাজ করছিলেন শ্রমিকরা। এসময় আলেসান্দ্রিয়া থেকে তুরিনের দিকে আসা একটি লোকোমোটিভ ট্রেন প্রায় ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে এসে এই ঘটনা ঘটে। ট্রেনটি শ্রমিকদের কিছুদূর পর্যন্ত টেনে নিয়ে যায়া।
ব্র্যান্ডিজোর মেয়র পাওলো বোডোনি বলেছেন, একজন জরুরি কর্মী তাকে বলেছেন দুর্ঘটনাস্থলের ৩০০ মিটারজুড়ে মানুষের ছিন্নভিন্ন দেহাবশেষ পড়ে থাকতে দেখেছেন। তিনি একে মর্মান্তিক ঘটনা বলে উল্লেখ্য করেন।
কি কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো তার তদন্ত চলছে বলে জানান তিনি। ট্রেন চালকের গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
ইতালির ট্রেন নেটওয়ার্ক অবকাঠামো ব্যবস্থাপক রেটে ফেরোভিয়ারিয়া ইতালিয়ানা (আরএফআই) এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং নিহত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।