চাঁদের দিকে ছুটছে জাপানের মহাকাশযান স্লিম

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-07 11:04:56

ভারতের চন্দ্রজয়ের পর এবার চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে জাপানের মহাকাশযান ‘স্লিম’।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ৪২ মিনিটে মিৎসুবিশি শিল্প অঞ্চল সংলগ্ন তানেগাশিমা স্পেস সেন্টার থেকে এইচ-আইআইএ রকেটের সফল উৎক্ষেপণ করে টোকিওর মহাকাশ গবেষণা সংস্থা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাপানের চন্দ্রাভিযান সফল হলে চন্দ্রজয় করা পঞ্চম দেশ হবে দেশটি।

এর আগে, প্রতিকূল আবহাওয়ার কারণে গত মাসে তিন দফায় ‘স্লিম’র মহাকাশযাত্রা স্থগিত করা হয়।

চন্দ্রপৃষ্ঠে লক্ষ্যস্থলের ১০০ মিটারের মধ্যে ‘মুন স্নাইপার’ ল্যান্ডারকে অবতরণ করাতে চায় জাপান। এছাড়া আগামী ফেব্রুয়ারির মধ্যে মহাকাশযানটি চাঁদে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পে জাপানের খরচ হচ্ছে প্রায় ১০ কোটি মার্কিন ডলার।

উল্লেখ্য, ১৯৯০-র ২৪ জানুয়ারি প্রথমবার চন্দ্র অভিযান করে টোকিও। সেই সময় চাঁদে 'হিতেন' নামের একটি মহাকাশযান পাঠিয়েছিল দেশটি। পৃথিবীর কক্ষপথে ঘোরা কৃত্রিম উপগ্রহের আদলে নভোযানটিকে তৈরি করা হয়েছিল। পরের বছর অর্থাৎ ১৯৯৩-র ১০ এপ্রিল চাঁদের বুকে ভেঙে পড়ে সেটি। প্রাথমিকভাবে মিশন ব্যর্থ হলেও ওই সময় বিশ্বের তৃতীয় দেশ হিসেবে চাঁদ ছোঁয়ার রেকর্ড স্পর্শ করেছিল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র।

এ সম্পর্কিত আরও খবর