জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভারতে পৌঁছে সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন তিনি।
আর এএনআইয়ের সঙ্গে কথা বলতে গিয়েই হিন্দু ধর্ম নিয়ে বিশেষ মন্তব্য করেছেন ঋষি।
তিনি সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘আমি গর্বিত হিন্দু। সেভাবেই বড় হয়েছি আমি। যেহেতু আমি কয়েকদিন এখানে থাকবো, তাই আশা করছি এবার কোনও মন্দিরে যেতে পারব। আমাদের সদ্য রাখিবন্ধন হয়েছে। আমার বোনেদের কাছ থেকে রাখি পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমার জন্মাষ্টমী পালনের মতো যথেষ্ট সময় ছিলো না। তবে এবার যদি কোনও মন্দিরে যেতে পারি, তবে হয়তো সেটা পূরণ হবে। তবে এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি, বিশ্বাস আমাদের সবসময় সাহায্য করে। যাদের জীবনে বিশ্বাস আছে. তাদের জন্য় এটা খুব কার্যকরী। আমার মতো চাপের কাজ যারা করেন, তাদের কাছে বিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস আমাদেরকে শক্তি দেয়। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি রামকথার আসর বসেছিল ব্রিটেনে। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
তিনি সেই সময় বলেছিলেন, ‘ছোটবেলায় ভাই-বোনদের সঙ্গে পুজো দিতে যেতাম। প্রসাদ খেতাম। আসলে এই যে সেবা করার ব্রত, এই হিন্দু মূল্যবোধটা ব্রিটিশ মূল্যবোধের সঙ্গে মিলে যায়।’
তিনি বলেছিলেন, ভগবান রামচন্দ্র সবসময় তার অনুপ্রেরণা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের চত্বরেও বসেছিল রামকথার আসর।সেখানে প্রবচন দিয়েছিলেন আধ্যাত্মিক গুরু মুরারি বাপু। তার সঙ্গেও দেখা করেছিলেন ঋষি সুনাক।