মহাত্মা গান্ধীর প্রতি বিশ্বনেতাদের শ্রদ্ধা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-10 11:41:20

জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিনে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বনেতারা।

ভারতীয় জাতির জনককে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টিতে ভেজা দিল্লির রাজঘাটে রোববার সকালে জি-২০ নেতাদের স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তারা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। পুষ্পস্তবক অর্পণের পর নেতারা বৃক্ষরোপণ অনুষ্ঠানে ভারত মণ্ডপে যান। এরপর জি-২০ সম্মেলনের তৃতীয় অধিবেশন ‘ওয়ান ফিউচার’ হবে।

উল্লেখ্য, মহারাষ্ট্রের ওয়ারধার কাছে সেবাগ্রাম আশ্রমে অবস্থিত বাপু কুটি। ১৯৩৬ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত এটিই ছিল মহাত্মা গান্ধীর বাসভবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এদিন দেখা যায়, বিশ্বনেতাদেরকে বাপু কুটি সম্পর্কে ব্যাখ্যা করছেন। সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা লিডারর্স লাউঞ্জে ‘পিস ওয়ালে’ স্বাক্ষর করেন।

এ সম্পর্কিত আরও খবর