দক্ষিণ ইউক্রেনে বড়সড় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার (২৫ সেপ্টেম্বর) জানিয়েছে, ‘রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ওডেসা বন্দরে আঘাত হেনেছে এবং শস্যের গুদাম ধ্বংস করেছে।’
মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে ইউক্রেনের দক্ষিণের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ‘রাশিয়া দেশের দক্ষিণে আবার আক্রমণ করেছে।’
এনডিটিভি জানিয়েছে, গত জুলাইয়ে জাতিসংঘের মধ্যস্থতায় শস্যচুক্তি থেকে মস্কো বেরিয়ে যাওয়ার পর থেকে দক্ষিণ ওডেসা এবং মাইকোলাইভ অঞ্চলে ইউক্রেনের শস্য রপ্তানির অবকাঠামোতে আক্রমণ বাড়িয়েছে রাশিয়া।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া গুমেনিউক বলেছেন, ‘রাশিয়া দৃশ্যত ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্তা পরীক্ষা করার চেষ্টা করছে। তারা বোঝে যে, বন্দর অবকাঠামো আমাদের অঞ্চলের জন্য একটি অগ্রাধিকার এবং এটি নির্ভরযোগ্যভাবে সুরক্ষিত। সে কারণেই আজ রাতে যে আক্রমণটি ঘটেছে তা ব্যাপক ছিল।’
ইউক্রেনের দক্ষিণের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ‘রাশিয়া ওডেসাতে ১৯টি ড্রোন পাঠিয়েছে এবং বিমান থেকে ২টি অনিক্স সুপারসনিক ক্ষেপণাস্ত্র ও ১২টি কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’
ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, ‘একটি জাহাজ এবং একটি সাবমেরিন থেকে কালিবর ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করেছে রাশিয়া।’
তারা দাবি করেছে, রাশিয়ার ১৯টি শাহেদ ড্রোন এবং ১১টি কালিবর ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে।
ইউক্রেনের দক্ষিণের প্রতিরক্ষা বাহিনী বলেছে, ‘ওডেসার বন্দর অবকাঠামোতে আঘাত করেছে রাশিয়া। ওই হামলায় বন্দরটি উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। মস্কোর অনিক্স ক্ষেপণাস্ত্র শস্য ভাণ্ডার ধ্বংস করেছে। কিন্তু, এতে কেউ হতাহত হয়নি।’
তারা আরও জানিয়েছে, ‘ওডেসা শহরতলিতে গুদাম এবং একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ পড়ার ফলে আগুন লেগেছে।’
গুমেনিউক বলেন, ‘হামলায় ক্ষতিগ্রস্ত শস্যের গুদামগুলোর মধ্যে একটি খালি ছিল।’
তিনি বলেন, ‘রাশিয়া শস্যচুক্তি সম্পর্কিত অবকাঠামোতে আঘাত করাকে অগ্রাধিকার দিচ্ছে বলে মনে হচ্ছে।’
ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে বলেছেন, ‘রাশিয়ার হামলায় ওডেসার একজন বেসামরিক নারী ও একজন পুরুষ আহত হয়েছেন। উভয়কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’