একাধিক খুনের দায়ে দোষী সাব্যস্ত হওয়া ইতালির সর্বশেষ মাফিয়া বস মাত্তেও মেসিনা ডেনারো সোমবার (২৫ সেপ্টেম্বর) ক্যান্সারে মারা গেছেন বলে জানা গেছে।
রোমের কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছেন, ৩০ বছর লুকিয়ে থাকার পর গত জানুয়ারিতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
গ্রেপ্তারের সময় ৬১ বছর বয়সি মেসিনা ডেনারো কোলন ক্যান্সারে ভুগছিলেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সেন্ট্রাল ইতালির হাই সিকিউরিটি কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
শুক্রবার তিনি কোমায় চলে যান এবং এরপর আর তার জ্ঞান ফেরেনি।
ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি ইনস্টাগ্রামে বলেছেন, ‘কারও প্রার্থনায় বাধা দেওয়া উচিত নয়, তবে আমি দুঃখিত বলতে পারছি না। কারণ, তিনি কুখ্যাত আপরাধী ছিলেন।’
১৯৯২ সালে মাফিয়া বিরোধী প্রসিকিউটর জিওভানি ফ্যালকোন এবং পাওলো বোরসেলিনো হত্যার পরিকল্পনায় সাহায্য করাসহ অসংখ্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল মেসিনা ডেনারোকে।
তার অপরাধগুলো ইতালিকে হতবাক করেছিল এবং সিসিলির জনগণের উপর একটি দমন-পীড়ন প্রক্রিয়ার সৃষ্টি করেছিল৷
১৯৯৩ সালে রোম, ফ্লোরেন্স এবং মিলানে বোমা হামলার জন্যও তাকে দায়ী করা হয়েছিল, যাতে ১০ জন নিহত হয়েছিল।
সেই সঙ্গে ১২ বছর বয়সি জিউসেপ ডি মাত্তেওকে অপহরণ সংগঠিত করতেও তিনি সাহায্য করেছিলেন, যাতে মাফিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া থেকে ছেলেটির বাবাকে বিরত থাকেন। দুই বছর জিম্মি রাখার পর ছেলেটিকে খুন করা হয়।
ইতালির প্রচারমাধ্যমে মেসিনা ডেনারো ‘শেষ গডফাদার’ হিসাবে আখ্যায়িত করা হয়।
বিশ্বাস করা হয় যে, মেসিনা ডেনারো গত ১৬ জানুয়ারী সিসিলির রাজধানী পালেরমোতে একটি প্রাইভেট ক্লিনিকের বাইরে আটক হওয়ার পরে পুলিশের কাছে তার কোনও অপরাধের বিষয়েই মুখ খোলেননি।
ইতালির মিডিয়াতে ফাঁস হওয়া মেডিকেল রেকর্ড অনুসারে, তিনি ২০২০ এবং ২০২২ সালে ভুয়া নামে কোলন ক্যান্সারের জন্য অস্ত্রোপচার করেছিলেন।
পালেরমো ক্লিনিকের একজন ডাক্তার লা রিপাব্লিকা সংবাদপত্রকে বলেছেন, গ্রেপ্তারের পরের মাসগুলোতে মেসিনা ডেনারোর স্বাস্থ্য উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছিল।
মেসিনা ডেনারো ১৯৬২ সালে সিসিলির দক্ষিণ-পশ্চিমের শহর ক্যাস্টেলভেট্রানোতে জন্মগ্রহণ করেন।
তার বাবাও একজন মাফিয়া ছিলেন এবং তিনি তার বাবাকে অনুসরণ করে ১৫ বছর বয়সেই অস্ত্র হাতে নেন। পুলিশ বলছে, ১৮ বছর বয়সে তিনি প্রথম হত্যাকাণ্ড ঘটান।
তিনি নিজেই একবার দাবি করেছিলেন, কবরস্থান ভরাট করার জন্য তার গ্যাং যথেষ্ট লোককে হত্যা করেছে।
ক্যাস্টেলভেট্রানোর মেয়র এনজো আলফানো বলেছেন, ‘আপনাকে সর্বদা মৃত্যুকে সম্মান করতে হবে। কারণ, আমরা মৃত্যু পর্যন্ত জীবনকে সম্মান করি। কিন্তু, আমরা ভুলে যেতে পারি না যে, মেসিনা ডেনারো কে ছিলেন। তিনি একজন খুনি, একজন গণহত্যাকারী।’
মেসিনা ডেনারো ১৯৯৩ সালে আত্মগোপনে চলে যান। পুলিশ বলছে, ২০২২ সালের বেশিরভাগ সময় তিনি লুকিয়ে কাটিয়েছেন।
তিনি কখনই বিয়ে করেননি, তবে তার বেশ কয়েকজন প্রেমিকা ছিল বলে জানা যায়। মেসিনা ডেনারো মাফিয়া বসদের বস হয়েছিলেন।
একজন সরকারি কর্মকর্তা বলেছেন, ‘কঠোর নিরপত্তার মধ্যে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য তার মরদেহ সিসিলিতে ফিরিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।’