আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সভাপতি পিওর হফমানস্কিকে ওয়ান্টেড তালিকায় রেখেছে রাশিয়া। সোমবার (২৫ সেপ্টেম্বর) এ খবর নিশ্চিত করেছে মস্কো।
এই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেসে একটি নোটিশে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের ফৌজদারি কোডের অধীনে হফমানস্কি পিওত্র জোজেফের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে।
তবে, মন্ত্রণালয়টি পিওর হফম্যানস্কির বিরুদ্ধে অভিযোগের বিশদ বিবরণ দেয়নি।
হেগভিত্তিক আইসিসি গত মার্চে ইউক্রেনের শিশুদের বেআইনিভাবে নির্বাসনের দায়ে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
একই অভিযোগে রাশিয়ার শিশুদের অধিকার বিষয়ক প্রেসিডেন্ট কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।
রাশিয়া এর আগে আইসিসির প্রসিকিউটর করিম খানসহ বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
রাশিয়া বরাবরই জোর দিয়ে বলেছে, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা অকার্যকর।
এনডিটিভি জানিয়েছে, গত সেপ্টেম্বরে আক্রমণের জন্য রাশিয়ান বাহিনীকে জবাবদিহি করার প্রচেষ্টার অংশ হিসাবে ইউক্রেনে একটি ফিল্ড অফিস খুলেছিল আইসিসি।