ইউক্রেন বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে তাদের পাল্টা আক্রমণে ধীরে ধীরে হারানো ভূমি পুনরুদ্ধার করছে বলে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে স্টলটেনবার্গ আরও বলেন, ‘রাশিয়ার সেনারা মস্কোর সাম্রাজ্যিক বিভ্রান্তির জন্য লড়াই করছে।’
স্টলটেনবার্গের মন্তব্যের বিপরীতে ইউক্রেনের শক্তি গ্রিডে রাশিয়ার সম্ভাব্য হামলার আগে ন্যাটোকে কিয়েভের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, ‘ন্যাটো মহাসচিব জোটের সদস্য দেশগুলোকে একত্রিত করার বিষয়ে আমাদের সাহায্য করার এবং সমর্থন করার প্রচেষ্টা গ্রহণ করতে সম্মত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এই শীতের মধ্যে শক্তি অবকাঠামো এবং জনগণের জীবন রক্ষার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’
জেলেনস্কি আশাবাদ প্রকাশ, করে বলেন, ‘ইউক্রেন অবশেষে ন্যাটোর সদস্য হবে। এটি সময়ের ব্যাপার। এই সময়টিকে আরও কাছাকাছি আনতে আমরা সবকিছু করছি।’
স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করা অব্যাহত রাখবে ন্যাটো।’
স্টলটেনবার্গ ন্যাটো সদস্য রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্তের কাছে রাশিয়ার হামলার নিন্দাও করেছেন।
তিনি বলেন, ‘এমন কোনো প্রমাণ নেই যে, ওই হামলাগুলো রোমানিয়ার ওপর ইচ্ছাকৃত আক্রমণ ছিল। কিন্তু, সেগুলোকে বেপরোয়া এবং অস্থিতিশীল হিসেবে চিহ্নিত করা যায়।’