ওমরাহ’র উদ্দেশ্যে সৌদি আরব অভিমুখী একটি প্লেন থেকে ৮ জন ভিক্ষুককে অফলোড করেছে পাকিস্তান।
দেশটির পাঞ্জাব প্রদেশের মুলতান বিমানবন্দরে সৌদি আরবগামী একটি ফ্লাইট থেকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) শনিবার গভীর রাতে তাদের প্লেন থেকে নামিয়ে আনে। পাকিস্তানের সংবাদপত্র ‘ডন’ এ খবর জানায়।
এফআইএ ইমিগ্রেশন অফিসার তারিক মেহমুদের বিবৃতি অনুসারে, ভিক্ষুকের দলটি মূলত ’ওমরাহ’ ও ‘ভিক্ষার উদ্দেশ্যে’ সৌদি আরবে যাচ্ছিলেন। তিনি জানান, দলটি জাভেদ নামে একজন ব্যক্তির কাছে প্রত্যেকে ১ লাখ ৮৫ হাজার পাকিস্তানি রুপি করে দেয়। তিনিই তাদের ভিসা প্রক্রিয়াজাত করে দেন।
এফআইএ তাদের পাসপোর্ট জব্দ করেছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। গত দুইদিন আগেই সংস্থাটি একই প্লেন থেকে সৌদিগামী ১৬ ভিক্ষুককে অফলোড করেছিল। তাদের মধ্যে এক শিশু, ১১ মহিলা এবং ৪ জন পুরুষ ছিল।