লেবাননের নতুন প্রধানমন্ত্রী হলেন আইসিজের প্রেসিডেন্ট নাওয়াফ সালাম

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট নাওয়াফ সালাম লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) তাকে প্রধানমন্ত্রী পদে নির্বাচিত করা হয়েছে।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

সোমবার দেশটির পার্লামেন্টের মোট সদস্যের দুই তৃতীয়াংশের ভোটে ৭১ বয়সী এই বিচারপতিকে লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। বিবিসি জানায়, নাওয়াফ সালামকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত ইরান সমর্থিত শিয়া মুসলিম গোষ্ঠী হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা। তাদের অভিযোগ নতুন প্রধানমন্ত্রী বিরোধীদের বাদ দেয়ার জন্য কাজ করবেন।

এর আগে গত বৃহস্পতিবার সৌদি আরবের জোরালো চাপের পর লেবাননের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন জোসেফ আউন। আর এরপরই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী মনোনয়ন নিয়ে আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সালাম বর্তমানে দেশের বাইরে রয়েছেন এবং মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে। সংসদের ১২৮ জন আইনপ্রণেতার মধ্যে ৮৪ জনের সমর্থন পেয়েছেন তিনি। প্রেসিডেন্ট আউন তাকে সরকার গঠনের দায়িত্ব দেয়ার জন্য ডেকেছেন।

উল্লেখ্য, নাওয়াফ সালাম সাম্প্রতিক বছরগুলোয় দু’বার প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী ছিলেন। তিনি ব্যাপকভাবে একজন সংস্কারবাদী হিসেবে পরিচিত। তিনি সুন্নি মুসলিম। আর শুধু সুন্নি মুসলিমরাই লেবাননের প্রধানমন্ত্রী হতে পারেন।

আইসিজের প্রধান নির্বাচিত হওয়ার পর গত বছর ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলা এবং অন্যান্য ট্রাইব্যুনালের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে এই বিচারক আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।