মেক্সিকোর দক্ষিণাঞ্চলে অভিবাসীবাহী একটি ট্রাক উল্টে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৫ জন।
স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) ভোরে গুয়াতেমালা সীমান্তের কাছে মেক্সিকোর চিয়াপাস রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই কিউবার বাসিন্দা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে একজন শিশুও সবাই নারী।
ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল এবং দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালক দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে।
আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ঢোকার প্রবেশপথ হিসেবে অভিবাসীরা মেক্সিকো ব্যবহার করে। এসময় বিভিন্ন দেশ থেকে আসা হাজার হাজার অভিবাসী বাস, ট্রেলার এবং মালবাহী ট্রেনে করে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করে।