আফগান শরণার্থীদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-10-04 19:03:58

চলতি বছরের নভেম্বরের মধ্যে আনুমানিক ১ দশমিক ৭ মিলিয়ন আফগান শরণার্থীকে চলতি বছরের নভেম্বরের মধ্যে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান। আজ বুধবার (৪ অক্টোবর) বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

চলতি বছর দুই দেশের সীমান্তে জঙ্গি হামলার ঘটনা উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান আফগানিস্তান ভিত্তিক অপারেটিভদের উপর সীমান্ত ক্রসিং হামলার জন্য দায়ী করেছে দেশটিকে। তবে তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছেন। ইতিমধ্যে পাকিস্তান অভিবাসীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন ঘোষণা করেছে।

গত সপ্তাহে আফগানিস্তানের সীমান্তবর্তী মাস্তুং শহরের একটি মসজিদে একটি ধর্মীয় উদযাপনের সময় বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ৫০ জন নিহত হন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি মঙ্গলবার (৩ অক্টোবর) আফগানদের বিরুদ্ধে ক্র্যাকডাউন আদেশ ঘোষণা করার সময় বেলুচিস্তান প্রদেশে আরেকটি হামলা ঘটে। বিদেশে আশ্রয় নেওয়ার অধিকার আন্তর্জাতিক আইনে অন্তর্ভুক্ত হলেও আফগানদের তাই দেশে ফেরত পাঠাতে তৎপর পাকিস্তান।

ইতিমধ্যেই পাকিস্তান লক্ষাধিক আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। উল্লেখ্য ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে  প্রায় ১ দশমিক ৩ মিলিয়ন আফগান শরণার্থী পাকিস্তানে আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের মতে নিবন্ধিত ৮ লক্ষ ৮০ হাজার শরণার্থী পাকিস্তানে বসবাসের আইনি মর্যাদা পেয়েছে। তবে এখনও শরণার্থী মর্যাদা পাননি এমন মানুষের সংখ্যা ১ দশমিক ৭ মিলিয়ন বলে বুগতি দাবি করেছেন ।

তিনি বলেন, অবৈধ ব্যক্তিদের মাসের শেষ নাগাদ দেশ ছাড়তে হবে ।সেটা স্বেচ্ছায় হোক বা জোরপূর্বক নির্বাসনের মাধ্যমে। এ ধরনের অভিযান কীভাবে হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এই সময় দেশে অবৈধ আফগানদের ব্যক্তিগত ব্যবসা এবং সম্পদ শনাক্ত ও বাজেয়াপ্ত করার লক্ষ্যে একটি টাস্কফোর্স ঘোষণা করেন।

এর প্রতিক্রিয়ায় আফগান কর্মকর্তারা বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই আফগানদের ধরতে শুরু করেছে যা মানবাধিকার বিরোধী।

পাকিস্তানে অবস্থানরত আফগান দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টু্ইটার) এর এক বিবৃতিতে  বলেছেন,  গত দুই সপ্তাহে এক হাজারেরও বেশি আফগানকে আটক করা হয়েছে। পাকিস্তানের সীমান্তের কাছে বেলুচিস্তান প্রদেশটি এমন একটি এলাকা যা প্রায়ই তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবান এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী সহ সশস্ত্র যোদ্ধাদের দ্বারা আক্রান্ত হয়।

সরকারী সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, চলতি মাসের শুরুর দিকে এই জেলায় একটি বিস্ফোরণে একজন বিশিষ্ট মুসলিম নেতাসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। স্থানীয় রাষ্ট্রীয় আউটলেট এপিপি জানিয়েছে যে ইসলামাবাদ শেষ পর্যন্ত দেশের সমস্ত আফগানদের চলে যেতে বলেছে। এমনকি যাদের আইনি মর্যাদা এবং পাকিস্তানের আবাসিক কার্ড রয়েছে তাদেরও।

মিঃ বুগতি বলেছেন, চলতি বছরের জানুয়ারি থেকে পাকিস্তানের সীমান্তে ২৪টি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এসব হামলার অর্ধেকেরও বেশি  আফগানিস্তানের জঙ্গিদের পরিচালিত বলে দাবি করেন তিনি।

আগামী ১ নভেম্বর থেকে আফগানদের পাকিস্তানে প্রবেশের উপর কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা করেন বুগতি। শুধুমাত্র ভিসা এবং পাসপোর্ট সহ দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর