ইসরাইল থেকে ভারতের প্রথম ফ্লাইটে ফিরল ২৩০ জন

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-10-13 03:36:57

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েল সংঘাতের মধ্যে সেখানে আটকে পড়া নাগরিকদের মধ্যে ২৩০ জনকে দেশে ফিরিয়ে আনল ভারত।

অপারেশন অজয়ের অধীনে বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে তাদের দেশে আনা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে প্রায় ১৮ হাজার ভারতীয় বাস করেন। এছাড়া ফিলিস্তিন, এমনকি গাজাতেও কয়েকজন ভারতীয় আটকে আছেন বলে সরকারের তরফে জানানো হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তেলআবিব থেকে অপারেশন অজয়ের অধীনে পরিচালিত বিশেষ ফ্লাইটে চড়তে বিমানবন্দরে ছাত্র-ছাত্রীসহ ভারতীয়দের দীর্ঘ সারি ছিল।

দেশে ফিরতে পেরে সরকারকে ধন্যবাদ জানিয়েছে যাত্রীরা। তারা বলেন, আমরা কিছুটা আতঙ্কিত ছিলাম। তবে ভারতীয় দূতাবাস যখন জানালো আমাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে, তখন মনোবল বাড়িয়েছে। আমরা অনুভব করেছি যে ভারতের দূতাবাস আমাদের সঙ্গে আছে। যা আমাদের স্বস্তি ছিল।

 

এ সম্পর্কিত আরও খবর